এ সর্ম্পকে কুরআন ও হাদিসের ব্যাখা চাই !
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শরিয়ত, মরিফত, তরিকত, হকিকত। এগুলো হলো মহান আল্লাহ তা'লা কে পাওয়ার রাস্তা বা আল্লাহ প্রদত্ত দ্বীন। যুগে যুগে অনেক নবী রাসুল এসেছেন এই পৃথিবীতে। তারা যখন এসেছিলেন তখন নামাজ রোজা হজ্জ্ব ইত্যাদি শরিয়তের কোন নিয়মই ছিল না। তাই তখনকার নবীদের মহান আল্লাহ তা'লা নানা রকম সহীফা দান করেছিলেন। এই সকল সহীফাগুলোতে আল্লাহকে পাওয়ার জন্য তার ইবাদত হিসেবে এই বিধান, দ্বীন বা ইবাদতের অনুমোদন আল্লাহ তা'লা দিয়েছিলেন কিন্তু এখন তা আর তা চলবে না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) আসার পর তিনি আল্লাহ সোবাহানাল্লাহ তা'লার কাছে থেকে নতুন বিধান নিয়ে আসেন যার না শরিয়ত। আর এটাই আল্লাহর কাছে একমাত্র মনোনিত দ্বীন বা বিধান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ