ArfanAli

Call

এটা সম্ভব না। আপনি আপনার ইনবক্স থেকে ম্যাসেজ ডিলিট করতে পারবেন। কিন্তু আপনি যাকে বার্তা পাঠাবেন তার ইনবক্সে ম্যাসেজ সংরক্ষিত থাকবে। আপনি যাকে বার্তা পাঠাবেন একমাত্রা সে'ই তার ইনবক্স থেকে আপনার প্রেরিত বার্তা ডিলিট করতে পারবে না। আপনি কোনোভাবেই অন্যের ইনবক্সের বার্তা ডিলিট করতে পারবেন না এমনকি আপনার প্রেরিত বার্তাও না। তবে আপনার অ্যাকাউন্ট ডিলিট করলে হয়তো অন্যের ইনবক্সে আপনার প্রেরিত বার্তায় আপনার নাম দেখাবে না।

Talk Doctor Online in Bissoy App
Call

এটা সম্ভব নয় যে আপনি আপনার একাউন্ট থেকে মেসেজ ডিলেট করলে তার একাউন্ট থেকেও তথ্য মুছে যাবে । তবে একটা কাজ করে দেখতে পারেন । আপনি তাকে ব্লক করে আপনার একাউন্টটি কয়েক মাস ডিএকটিভ করে রাখেন এতে কাজ হতে পারে, কারণ একাউন্ট ডিএকটিভ করার সময় একটা মেসেজ ফেবু কতৃপক্ষ দেয় যে"আপনার একাউন্ট থেকে অনেক গুরুত্বপূন তথ্য সরানো হতে পারে, আপনার টাইমলাইনের অনেক তথ্য সরানো হতে পারে" এতে তারা যদি আপনার ইনকামিং ও আউটকামিং ম্যাসেজগুলো মুছে দিত তবে কাজ হয়ে যেতো ।

Talk Doctor Online in Bissoy App