Call

গণিত নিয়ে অনার্স করবেন আর ক্লাস করবেন না এটা কেমন কথা? নিয়মিত ক্লাস করার বিকল্প কিছু নেই|ক্লাস না করে ভালো ফলাফল করা অসম্ভব| এছাড়া গণিত বিষয়কে ভিন্নভাবে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন|তাই নিয়মিত ক্লাস করা আবশ্যক| এছাড়া ক্লাস উপস্থিতির উপর ৫ মার্ক দেওয়া হয়|নিয়মিত ক্লাস না করলে এই মার্ক থেকে বঞ্চিত হতে পারেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ক্লাস করা খুবই গুরুত্ব পূর্ণ ।

একজন শিক্ষক যা জানে তা আমরা জানিনা । তাছাড়া একজন শিক্ষক যখন ক্লাস করায়, ক্লাসের মাঝে তার একেকটি উপদেশ মূলক কথা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে, সামনে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে ।

আপনি যদি ক্লাস না করেন তবে অবশ্যই সমস্যা হবে । একেতো ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে দেয়া ইনকোর্সের 20 নাম্বার হতে  5 নাম্বার পাওয়া থেকে বঞ্চিত হবে । অপরদিকে গণিত বিষয়টি সবার কাছে এতটা সহজ না । আপনি নিজে একা একা পড়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হিমসীম খাবেন । সুতরাং আপনার ক্লাস করা জরুরী ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ