Call

প্রথমত দেখতে হবে মাসিক কত দিন স্থায়ী ছিল।মাসিকের পর ও আগের ৭ দিন নিরাপদ।৭ তারিখ যদি মাসিকের পরের সাত দিনের আগে পড়ে তাহলে নিরাপদ সময়ে সেক্স করেছেন।প্রেগনেন্ট হবার কোনো ভয় নেই।আর যদি ৭ দিনের অপারে পরে তাহলে প্রেগনেন্সির ঝুকি থেকে যায়।কামরসেও শুক্রকীট থাকে।তাই এর মাধ্যমে প্রেগনেন্ট হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই। প্রথমত নিরাপদ কালীন সময়ে সহবাস হয়েছে। দ্বিতীয়ত কনডম ব্যবহার করেছেন। আর কামরসে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা ১% । যেটা এখানে সম্ভাবনা নেই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কত দিন মাসিক হোক বা যাই হোক।।তবে আমি যেটা বলব সেটা হচ্চে কামরসের দ্বারা কখনও প্রেগন্যান্ট হওয়া ভুলেও সম্ভব নয়।।আর এর জন্য আমি প্রমান করে দিতে পারব।। কামরস+বীর্য=প্রেগন্যান্ট আর,বীর্য দ্বারা শুধু প্রেগন্যান্ট হওয়া যায় তবে কখনও কামরস দ্বারা প্রেগন্যান্ট হওয়া সম্ভব নয়।। যদি কাহার কাছের এর প্রমান তাকে যে শুধু কামরস দ্বার প্রেগন্যান্ট হওয়া যায় তবে আমি নিজে এই বিষয় খতিয়ে দেখতে চাই।। ধন্যবাদ!!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ