আমি hsc পাস করছি এখন cse করবো ভাবছি che করাটা কি ঠিক হবে টেনশন এ আছি??
Share with your friends
Call

আসলে একটি বিষয়ের ভবিষ্যৎ কেমন হবে? এটা বলা কঠিন। কেননা, ভবিষ্যৎ তো আর বর্তমান নয়। তবে এটুকু বলা যায় যে, cse এর ভবিষ্যৎ খুব একটা খারাপ হবে না। বর্তমানে এর ভাল চাহিদা বা মান রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য cse এর প্রয়োজনীয়তা অপরিসীম। বলা যায়, বর্তমান তথ্য-প্রযুক্তি এর তুলনায় ভবিষ্যৎ তথ্য-প্রযুক্তি এর বিস্তৃতি আরো ব্যাপকহারে বৃদ্ধি পাবে। সেই অনুপাতে, এর চাহিদাও ব্যাপকহারে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বলা যায় cse এর ভবিষ্যৎ ভাল হবে। তাই বলবো আপনি cse করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App