আমি এখন দশম শ্রেনীতে পড়ি।নবম শ্রেনীতে রেজিস্ট্রেশন করেছি।কিন্তু আমার রেজিস্ট্রেশন অনুযায়ী এখন বয়স ১৯বছর চলে। এখন আমি কিভাবে বয়স কমাতে পারব?


Share with your friends

রেজিস্ট্রেশনের পর বয়স কমানটা অনেক ঝামেলার । 

কেননা রেজিস্ট্রেশনের কপি গুলো বোর্ডে জমা দিয়ে দেয়া হয় ।

আপনি এই বিষয়ে আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

 সাথে কথা বলুন । সে চাইলে বোর্ডে গিয়ে আবেদনের মাধ্যমে 

আপনার বয়স কমিয়ে দিতে পারবে । 

তবে হ্যাঁ যে বয়সটা দিতে চাইসেন সেই বয়সটা কিন্তু অবশ্যই

আপনার জন্মনিবন্ধন বা জেএসসির সার্টিফিকেট

অনুযায়ী হতে হবে । 

যদি বর্তমান বয়স জেএসসির সার্টিফিকেট ও জন্মনিবন্ধন এর 

সাথে মিল থাকে তাহলে আপনাকে অনেক কাঠ খড় পোড়াতে

হবে । কেননা আগে আপনার এই দুটো ঠিক করতে হবে 

পরে আপনি ঐটা কমাতে পারবেন । 


Talk Doctor Online in Bissoy App

কমানো যাবে, প্রধান শিক্ষকের সাথে কথা বলুন তবে বয়সের প্রমান স্বরুপ জন্মসনদ জমা দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App