শেয়ার করুন বন্ধুর সাথে

অাগে অাপনার পরিষ্কার করা দরকার ছিল স্বপ্নটা কখন দেখেছেন । কেননা, সময় ভেদে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে । যদিও বৈজ্ঞানিকভাবে স্বপ্নের বাস্তবায়িত হওয়ার কোন ভিত্তি নাই । তবে ইসলামে স্বপ্ন বাস্তবয়িত হওয়ার অসংখ্য নজির রয়েছে । যদিও অামি কোন অভিজ্ঞ স্বপ্ন ব্যাখ্যাকারী নই তবুও অামি অনেক ইসলামিক স্বপ্ন ব্যাখ্যার বই নিয়ে রিসার্স করেছি । তাই সেই অভিজ্ঞতা থেকেই বলছি; অাপনার স্বপ্নের ভাষ্যানুযায়ি বুঝা যাচ্ছে যে, অাপনার বড় ধরনের কোন বিপদের অাসংখ্যা হতে পারে । যা থেকে অাপনি সহজে বের হতে পারবেন না । তাই খুবই সতর্ক থাকুন । অার অাল্লাহর কাছে সকল প্রকার বিপদ অাহসানের জন্য সাহায্য প্রার্থনা করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ