শেয়ার করুন বন্ধুর সাথে

ভাগ্য বা নিয়তি একই এটিকে তকদিরও বলে। তকদির সর্ম্পকে কোরআনে বলা হয়েছে বিশ্বাস রাখার জন্য। কারণ বিশ্বাস হচ্ছে অন্ত:করণ দ্বারা উপলব্ধি করা। আমরা যা চিন্তা ভাবনা করি তা সবই আমরা উপলব্ধি করি অন্ত:করণ দ্বারা। আর চিন্তা-ভাবনা করি বিবেক বা বুদ্ধি দ্বারা। আর প্রজ্ঞার দ্বারা সর্বোত্তমটি বেছে নেই। প্রজ্ঞার অভাবে আমরা সঠিক সময়ে সঠিক বিষয়টি বেছে নিতে ব্যর্থ হলে পরিণতিতে ভোগ করি সীমাহীন র্দুভোগ। বুদ্ধি আমাদের চলার পথে সাহায্য না করলে আমরা সঠিক পথটি হারিয়ে দুরে সরে যাই। অন্ত:করণ সাহায্য না করলে তা কঠোর মন-মানসিকতার পরিচয় বহন করে। তাহলে দেখা যাচ্ছে তকদির বলতে এ তিনটি বিষয়েরই উপর নির্ভরশীলতাকে বোঝায় যার উপর বিশ্বাস রাখার জন্য ধর্মগ্রন্থে বলা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ