1kg=কত mL 1mL=কত kg
Share with your friends

1 mL= 0.001 kg 1 kg= 1000 mL

Talk Doctor Online in Bissoy App
ArfanAli

Call

mL ও kg এর মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যায় না। ml হচ্ছে তরল পদার্দের পরিমাপের একক আর kg হচ্ছে ভর পরিমাপের একক। ml দ্বারা তরল/গ্যাসীয় পদার্থের আয়তন মাপা হয় এবং kg দ্বারা সকল পদার্দের ভর পরিমাপ করা হয়। বিজ্ঞানের পরিভাষায় এটা ভর , কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এটাকে ওজন হিসেবে ব্যবহার করি। তবে পদার্থবিদ্যায় ভর এবং ওজন দুটোই পৃথক বিষয়। ১ লিটার বস্তুর ভর একেক বস্তুর ক্ষেত্রে একেক রকম কেননা কোনো বস্তুর ঘনত্ব বেশি আবার কোনো বস্তুর ঘনত্ব কম। যেমন ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ kg/১০০০ g(গ্রাম)/ ১০০০০০০ mg(মিলিগ্রাম)

Talk Doctor Online in Bissoy App