html হলো Hyper Text Markup Language। এটা একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যাবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।

Talk Doctor Online in Bissoy App

HTML এর পুর্নরুপ Hyper Text Markup Language. এটা দিয়ে আপনি ওয়েবসাইট ডিজাইনের পাশাপাশি গেম , সফটওয়্যার ইত্যাদি বানাতে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App
Anynomous

Call

HTML বা Hyper Text Mark Up Language হলো মুলত কোন প্রোগ্রামিং ভাষা নয়। তবে এটা আপনাকে অবশ্যয় জানা থাকতে হবে। কেননা এটা ছাড়া আপনি কোন কাজ করতে পারবেন না। বিষয়টি বুঝানোর জন্য আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আপনার শরিরের হাড়, মাংস এবং পোশাক। HTML টা হলো আপনার শরিরের হাড়ের মত যা আপনার শরিরের মুল কাঠামো। তারপর আপনার শরির এবং পোশাকের সমন্বয়ে হাড়কে ব্যবহারের উপযোগি ও সুন্দর করে তুলেছে। ঠিক তেমনি HTML কে ব্যবহারের উপযোগি ও সুন্দর করার জন্য CSS, Java script, PHP ইত্যাদি ভাষার প্রয়োজন হয়।  আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App
Call

What is HTML??

Html হল ওয়েব পেজ তৈরির জন্য Standard Markup ল্যাঙ্গুয়েজ।

  • Html মানে হলো Hyper Text Markup Language.
  • Html Markup ব্যবহার করে ওয়েব পেজের গঠন বর্ণনা করে।
  • Html Elements হলো Html পেজের বিল্ডিং Block.
  • ট্যাগ দ্বারা Html উপাদান প্রতিনিধিত্ব করা হয়।
  • Html ট্যাগ “Heading”, “Paragraph”, “Table”, ইত্যাদি বিষয়বস্তুর নির্দেশ করে।
  • Browser HTML ট্যাগ প্রদর্শন করে না, তবে পেজটির বিষয়বস্তু Render করার জন্য তাদের ব্যবহার করা হয়।
Talk Doctor Online in Bissoy App