manik

Call
১. API (Application Programming Interface)গত পার্থক্যঃ HTML 5 এ নতুন API যুক্ত করা হয়েছে । যা আপনাকে HTML 4.1 থেকে অনেক ভালো ও উন্নত ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে সহায়তা করবে । যেমনঃ অডিও বা ভিডিও চালতে আপনাকে কোন থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করতে হবে না । মানে ফ্ল্যাশ সফটওয়্যার লাগবে না । আপনি HTML 5 ব্যবহার করলে সরাসরি ব্রাউজারে এসব চালতে পারবেন । ২. অপ্রয়োজনীয় অনেক ট্যাগ বাতিলঃ HTML4.1 এ অনেক অপ্রয়োজনীয় ট্যাগ ছিল সেগুলো HTML 5 এ বাদ দেয়া হয়েছে । যেমনঃ TT ও U ট্যাগ, acronym, applet, dir, font, strike ও center ইত্যাদি । ৩. সিনট্যাক্স ভুল সংক্রান্তঃ HTML4.1 এ সিনট্যাক্স ভুল হলে ঠিকমত কাজ করত না । কিন্তু HTML 5 এ সিনট্যাক্স ভুল কিছুটা মার্জনীয় । মানে HTML 5 সাধারন ভুলগুলো ইগনোর করে । ৪. নতুন ইলিমেন্ট বা ট্যাগ যুক্তকরনঃ HTML 5 এ নতুন কিছু ট্যাগ যুক্ত করা হয়েছে । যেমনঃ Header Footer Section Article Nav Aside Canvas ৫. HTML 4.1 থেকে HTML 5 অধিক কার্যকারী । যেমনঃ HTML 5 এ ভিডিও গেম চালাতে আপনাকে এক্সট্রা কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না । HTML 5 নিজেই ব্রাউজারে ভিডিও গেম চালাতে পারে । ৬. সিম্পল সিনট্যাক্সঃ যেমন আপনি এটুকু লিখে দিলেই ব্রাউজার বুঝে যাবে যে এটা HTML 5 ডকুমেন্ট । আপনি চাইলে আরও কিছু পার্থক্য এখান থেকে দেখে নিতে পারেনঃ http://www.w3.org আশা করি পার্থক্যগুলো বুঝতে পেরেছেন ।
Talk Doctor Online in Bissoy App