শেয়ার করুন বন্ধুর সাথে
RezaHasan

Call

টাস্কস হলো কাজের ভার বা কাজ চাপানো। মনে করেন আমি বাজার করলাম। আমার বাজারের ব্যাগটি বাসার চাকরকে বুঝিয়ে দিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্যে। শুধু ব্যাগটি বহন করে বাসায় নিয়ে আসাকেই টাস্ক বলে। ডিউটি হলো- কর্তব্য।কর্মকর্তা যখন তার কর্মচারীকে কিছু কাজ বুঝিয়ে দেন করার জন্যে। আর কাজগুলি যখন কর্মচারী সম্পন্ন করে। এটাই হলো কর্তব্য। কর্তব্য পালনে যেটুকু দায়িত্ব দেয়া হয়, সেটুকুই পালন করবে। চাকরকে বাজারের লিষ্ট করে দিয়েছি, বাজার করার জন্যে। চাকরের কর্তব্য হলো লিষ্ট অনুযায়ী বাজার করে নিয়ে আসা। এটাই ডিউটি। রেসপনসিবিলিটি হলো দায়িত্ব। এটা এমন দায়িত্ব যার সাথে ভালো মন্দটাও বিবেচনা করতে হবে। যেমন চাকরকে কিছু টাকা দিয়ে বলা হলো আমার শাশুড়ী আসবে, তার জন্যে বাজার করে নিয়ে আস। চাকর যখন আমার শাশুড়ী বৃদ্ধ ভেবে সেই মতেই বাজার করল, এটা রেসপন্সিবিলিটি। অর্থাৎ বিবেচনা সহকারে যখন দায়িত্ব পালন করে সেটাই রেসপনসিবিলিটি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ