আমি এর সঠিক অর্থ জানতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে

ভোকেশনাল, ভকেশনাল না। এটি কারিগরি শিক্ষা ব্যবস্থার একটি শাখা। যারা সায়েন্স নিয়ে পরে তাদের জন্য বিশেষ করে তবে জীব বিজ্ঞান নিয়ে পরতে পারবে না। সেখানে পরতে হবে টেকনিক্যাল যে কোন বিষয় নিয়ে। ভোকেশনাল এর সিস্টেম হলো 100 মার্ক যদি হয় টোটাল তবে 50 মার্কস ফাইনালে আর 50 মার্কস ভাগ হয় মর্ধবর্ষ পরীক্ষা আর ক্লাস টেস্টের মধ্যে। কোন অবজেকটিভ এর সুযোগ নাই জেনারেল এর মতো। সুবিধা ডিপ্লোমা এবং বিএসসি করার ক্ষেত্রে কোঠা থাকে সরকারী প্রতিষ্ঠানে। আপনি হয়তো সহজে পাশ করতে পারবেন তবে এ+ পাওয়াটা এখানে ‍খুব টাফ বেপার। জেনারেলে অহরহ এ+ পেতে পারেন কিন্তু এখানে না। ভাল থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
rjrahman

Call

ভকেশনাল হচ্ছে কারিগরি শিক্ষার আরেক নাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ