bikash88

Call

web browser গিয়ে free.facebook.com link টি ব্যবহার করে আপনার ফেসবুক login করুন। দেখবেন use করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
imakash012

Call

আইডির সাথে ফ্রি চালানোর কোন সম্পর্ক নেই। ফ্রি চালানোর বিষয়টি নির্ভর করে আপনার অপারেটরের উপর। 

Chrome Browser এ ঢুকে এড্রেস বারে লিখুন http://free.facebook.com যদি অপারেটর ফ্রি চালানোর অনুমতি দেইয় তাহলেই ফ্রি চলবে নতুবা চলবে না। আশা করি উত্তর পেতেছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি প্রথমে ফেসবুকে লগইন করুন। তার পর, সবার শেষে নামুন। অর্থাৎ যেখানে ভাষা পরিবর্তন করা যায়, তার উপরে দেখুন। সেখানে Free Besic নামে একটা অপশন আছে। সেখান ক্লিক করে ভিতরে প্রবেশ করুন। তার পর সেখানে অনেক গুলো লিংক দেখতে পাবেন। তার মধ্যে Messenger নামে একটি লিংক আছে, সেখানে ক্লিক করুন। দেখবেন আপার ফেসবুক ফ্রি হয়ে গেছে। ফ্রি লেখাটি আপনার মোবাইলের উপরে লেখা থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ