বুয়েটে পড়া আর পাবলিক বিশ্ববিদ্যালয় এ অনার্স করার মাঝে ব্যবধান কি?বুয়েটে কখন ভর্তি হতে পারব এইচ এস সি পাসের পর।কোন বিভাগ থেকে কত পয়েন্ট লাগবে।বুয়েটে গনিত পড়া আর পাবলিক বিশ্ববিদ্যালয় এ গনিত নিয়ে অনার্স এর ব্যবধান কি।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোনো ব্যবধান নেই। বরং স্বয়ং বুয়েটই হচ্ছে একটি পাবলিক

বিশ্ববিদ্যালয়। এর মত আরো আছে যথা চুয়েট, ঢাবি, রাবি

,শাবি ইত্যাদি। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা

দিয়ে, প্রথমে পাশ করতে হয়। তারপর, পাশ হলে ভর্তি হতে

পারবেন। তবে, একেক পাবলিক বিশ্ববিদ্যালয় একেক রকম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ