Call

আপনি মেমোরি কার্ডটা কোন ভাল কম্পিউটারে প্রবেশ করিয়ে ফরমেট দিয়ে ডাটা লোড করুন। কোন সমস্যা হবে না। ফোনেও ফরমেট দিতে পারেন। তবে ফোনে দেওয়াই ভাল

Talk Doctor Online in Bissoy App
Call

নষ্ট হয়ে যাওয়া মেমরি কার্ড ঠিক করুন। আর এ জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে একটা কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ
দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড
ফাইল এক্সপ্লোরারে বা হার্ড
ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো
দেখালে এটিতে প্রবেশ করা যাবে
না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে।
এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট
মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে
আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে
কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে।
এখন এর ওপর ডান বোতাম চেপে Run
asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানে chkdskmr
লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার
যে টি দেখাবে সেটি এখানে লিখে
চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে
দিন। এখানে convertlostchainsto
filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File system থেকে FAT নির্বাচন করে
Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

Talk Doctor Online in Bissoy App