Call

ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল থাকে যা সাবস্ক্রাইব করে রাখলে আপনার ইউটিউব হোম পেজে সেই চ্যানেল সমুহের প্রকাশিত ভিডিও সবার আগে পাবেন। আপনি যদি এফবি(facebook) ব্যবহার করেন ফেসবুক পেজের লাইকের সাথে সাবসক্রাইব তুলনা করা যেতে পারে

Talk Doctor Online in Bissoy App

আমরা যখন কাওকে ফ্রেন্ড রিকু পাঠাই বা পাই, তখনে accept করি, আর accept করলেই তার ছবি এস্টেটাস সহ যাবতীয় কার্যক্রম আমরা দেখে থাকি। ঠিক সেইভাবে youtube  এ আপনি যদি কাওকে/কারো চ্যানাল কে subscribe করেন তাহলে ্তার আপলোড দেওয়া যাবতীয় ভিডিও আপনি নোটিফিকেশন এ পেয়ে যাবেন(যদি আপনার চ্যানাল থাকে)। ফেইসবুকে যেমন লাইক ফেইজ এ লাইক দিই youtube  এ subscribe করি, এটাই youtube  এর নিয়ম। আর জিমেইল দিয়ে লগইন করার চেষ্টা করলেই পার্সওয়ার্ড ঠিক থাকলে লগইন হবে। আপনি আবার চেষ্টা করে দেখুন।

Talk Doctor Online in Bissoy App