কোন প্রশ্নের উওর দিলে অনুমোদন এর জন্য অপেক্ষায় থাকে । অনুমোদন দেওয়ার পর দেখা যায় পরে আরেক জন উওরটা hidden করে দেয় কেন? যিনি অনুমোদন প্রদান করে উনি কি উওরটা পরিক্ষা করে না? যদি পরিক্ষা করে অনুমোদন দেন তাহলে কেন আরেক জন উওরটা hidden করে দেয় ?
Share with your friends
Unknown

Call

যাদের পয়েন্ট ১০০+ তাদের প্রশ্ন/উত্তর সরাসরি অনুমোদন পায়। সেগুলো মডারেটরদের দৃষ্টিতে অনুপযুক্ত হলে পরবর্তীতে লুক্কায়িত করা হয়।

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

যাঁদের পয়েন্ট ১০০+ এর নিম্নে তাঁদের উত্তর অনুমোদন'র' 

 জন্য অপেক্ষায় থাকে এবং যাঁদের পয়েন্ট ১০০+ এর অধিক তাঁদের

উত্তরগুলো বিশেষ কিছু বিভাগ ব্যতীত বেশিরভাগেই অটোমেটিক অনুমোদন পেয়ে যায়।

কোন প্রশ্নে কে আগে উত্তর প্রদান করেছেন আর কে পরে

উত্তর প্রদান করেছেন সেটা সাধারণ সদস্যগণের 

নিকট দৃশ্যমান

হয়না,সেটা মডারেটরগণের নিকটেই শুধুমাত্র দৃশ্যমান হয়।

অনুমোদন দেওয়ার পর দেখা যায় অন্যজন 

উত্তরটি লুক্কায়িত

করে ফেলেন কিন্তু কেনো?

মনে করুন একটি প্রশ্নে ১০০+ পয়েন্টের নিম্নে থাকার 

একজন

সদস্য উত্তর প্রদান করলো ৫ মিনিট পূর্বে সেটা 

অনুমোদনের

জন্য অপেক্ষায় আছে এবং আপনি  উত্তর প্রদান

 করলেন

আরো ২ মিনিট পর আপনার  ১০০+ এর অধিক 

পয়েন্ট

থাকায় আপনার উত্তরটি অটোমেটিক অনুমোদন

 পেয়ে যায়।

এখন এখানে যদি প্রথম উত্তরটি এবং দ্বিতীয় 

উত্তরটি সঠিক

হয় তাহলে প্রথম উত্তরটি কোনো মডারেটর 

অনুমোদন দিয়ে

দ্বিতীয় উত্তরটি লুক্কায়িত করে দিবেন। 

আর হ্যাঁ,কোনো প্রশ্ন,উত্তর ও মন্তব্য যেকোনো 

মডাটের অনুমোদন দেওয়ার পূর্বে সেটা ভালোমতো 

যাচাই -বাচাই

করে দেখেন যদি যথোপযুক্ত, মানসম্মত ও গ্রহণযোগ্য 

হয় তখনেই সেটা অনুমোদন প্রদান করা হয়।





Talk Doctor Online in Bissoy App