আমার মোবাইলে fb চালালে ২ ঘন্টার বেশি চার্জ থাকে না।জানলে বলবেন please!
Share with your friends

আপনার মোবাইল এ ২০% চার্জ শেষ হওয়ার আগেই চার্জ দিবেন। ফুল চার্জ না হওয়া পর্যন্ত মোবাইল খুলবেন না। যে সব Software আপনার প্রয়োজন নাই সেগুলোর Data Connection Off করে রাখুন। মোবাইলের লাইট কম রাখবেন। এগুলোতে যদি না হয় তাহলে আপনার মোবাইলের ব্যাটারিতে সমস্য আছে চেঞ্চ করে উপরের নির্দেশনা ফলো করুন। তাছাড়া বর্তমান এসব মোবাইলের ব্যাটারি পাওয়ার অনেক কম থাকে। বেশিরভাগ মোবাইলে অন্য কোন সমস্য না থাকলেও চার্জ এর সমস্য থাকেই।

Talk Doctor Online in Bissoy App

১। প্রয়োজন ছাড়া ব্লু-টুথ, জিপিএস, ওয়াইফাই, ইন্টারনেট কানেকশন ইত্যাদি অপশন চালু রাখবেন না। বিশেষ করে স্মার্ট ফোন ব্যবহারকারী গণ চায়ের দোকানের সামনে ইন্টারনেট, ওয়াইফাই চালু রাখবেন না। ২। মোবাইলের ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখুন এতে ব্যাটারির চার্জ অনেক সেভ হবে। যাদের বাটন ওয়ালা মোবাইল তারা বাটনের লাইট দিনের বেলা অফ করে রাখুন। ৩। সব সময় চেষ্টা করুণ মোবাইলের কিপ্যাড টোন ও রিংটোনের সাথে ভাইব্রেশন বন্ধ রাখার। ৪। অনেকেই আছেন যারা মোবাইলে গেমস্ খেলতে পছন্দ করেন। তবে অতিরিক্ত গেমস খেলার ফলে মোবাইল এর চার্জ দ্রুত শেষ হয় ও ব্যাটারির হায়াত কমে যায়। ৫। গরম কোণ জায়গায় মোবাইল রাখবেন না, কারন গরম জায়গায় মোবাইল রাখার ফলে ব্যাটারি তারা তারি নষ্ট হয়ে যায়। ৬। মোবাইলে কোন অপ্রয়োজনীয়ও প্রোগ্রাম চালু থাকলে তা বন্ধ রাখার চেষ্টা করুণ। মোবাইলের রিসেন্ট ফাইল গুলো রিমুভ এর মাধ্যমে ব্যাটারির চার্জ সেভ করা যায়। Source : Own Text File

Talk Doctor Online in Bissoy App