Call

মনি: পুরুষ বা স্ত্রীর কামভাবের সাথে যৌন উত্তেজনাপূর্ণ অবস্হায় যৌনাঙ্গ হতে যে পদার্থ বের হয় তাকে আরবিতে মনি(বীর্য) বলে | পুরুষের মনি হয় গাঢ়,শ্বেতবর্ণ,আঠা কষের ন্যায়,ঘ্রাণ খোরমা গাছের কুড়ির ন্যায় তা বহির্গত হলে পুংলিঙ্গ নিস্তেজ হয়| আর স্ত্রীলোকের মনি হয় পাতলা,জরদ রং বিশিষ্ট | স্ত্রী সঙ্গম,স্বপ্নদোষ,কল্পনাপ্রসূত কাম উত্তেজনায় যে কোন কারণেই এটা নির্গত হোক না কেন,এতে গোসল ফরজ হবে | মজি: কামভাবের প্রাথমিক উত্তেজনায় যে পিচ্ছিল পদার্থ বের হয় তাকে মজি বলে | এটা বের হবার পর উত্তেজনা আরো বৃদ্ধি পায় | এটা বের হলে পুরুষাঙ্গ এবং স্ত্রীলোকের যৌনাঙ্গের বাহিরে লাগলে ও কাপড়ে লাগলে তা ধৌত করে নিয়ে অযু করলেই পবিএ হয়ে যাবে | ওদি: কোন উত্তেজনা ছাড়াই প্রস্রাবের আগে বা পরে অথবা রোগের কারণে যে শ্বেতবর্ণের পদার্থ বিনা বেগে বের হয় তাকে ওদি বলে | ওদি বের হলে গোসল ফরজ হয় না শুধু অযু ভঙ্গ হয় | ওদি বের হলে যৌনিঙ্গ ধৌত করে অযু করে নিলেই পবিত্রতা অর্জিত হয় |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ