শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

ব্লু-রে ডিস্ক হচ্ছে পরবর্তী জেনারেশনের অপটিক্যাল ডিস্ক ফরমাট। একটি সিঙ্গেল লেয়ার BD-র ক্যাপাসিটি 25 GB। আর ডুয়েল লেয়ার হলে 50 GB। DVD ডিস্কে ডাটা লেখা ও পড়ার জন্য ব্যাবহার হয় রেড রে প্রযুক্তি। কিন্তু BD ডিস্কে ব্যাবহার হয় ব্লু-ভায়োলেট রে প্রযুক্তি যার wavelength 405 nm। ওয়েব লেন্‌থ ছোট হওয়াতে ব্লু-ভায়োলেট রে ডিবিডি-র চেয়ে ৫ গুণ সুক্ষ ও ঘনভাবে সংরক্ষিত ডাটা নির্ভুলভাবে পড়তে ও লিখতে পারে। সম্প্রতি পাইয়োনিয়ার কোম্পানী BD ডিস্কে ২০টি লেয়ার সৃষ্টি করে এর ক্যাপাসিটি ৫০০ গিগা বাইটে উত্তীর্ণ করেছে। তবে এটি এখনো বাজারে আসেনি। উল্লেখ্য, এই ডিস্কের নাম Blu-ray Disc, Blue-ray Disc নয়। সংক্ষেপে BD, BR বা BRD নয়। BD প্লেয়ারে সি ডি ও ডি বি ডি চলবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ