শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

যখন রিভার্স বায়াস ভোল্টেজ বৃদ্ধি করা হয় তখন জাংশনে ইলেকট্রিক ফীল্ড বৃদ্ধি পায়। উচ্চ ইলেকট্রিক ফীল্ড সেমিকন্ডাকটর পদার্থের কো-ভ্যালেন্ট বন্ড ভেঙ্গে ফেলে ফলে অধিক সংখ্যক মুক্ত ইলেকট্রন ও হোল উৎপন্ন হয় তখন রিভার্স কারেন্ট অতিরিক্ত বৃদ্ধি পায় এবং জাংশনের ব্রেকডাউন ঘটে, এই ব্রেকডাউনকে জিনার ব্রেকডাউন বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ