শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইন্টারনেট ব্যবহার করতে হলে একটি ঠিকানার প্রয়োজন হয় এটিকে বলে আইপি এড্রেস। এই আইপি অ্যাড্রেস এর মাধ্যমেই ঐ কম্পিউটারকে পৃথিবীর অন্য সকল কম্পিউটার থেকে আলাদা করা যাবে। আইপি অ্যাড্রেস দুই ধরনের। ১। প্রাইভেট আইপি অ্যাড্রেস ২।পাবলিক আইপি অ্যাড্রেস পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে ইন্টারনেটে ব্যবহার করতে হয়।পাবলিক আইপি অ্যাড্রেস পেতে ডেডিকেডেড লাইন প্রয়োজন হয়।ও অতিরিক্ত টাকাও দিতে হয় । প্রক্সি সার্ভার ব্যবহার করার উদ্দেশ্য হল একটি পাবলিক আইপি ব্যবহার করে অনেক গুলো কম্পিউটার ব্যবহার করা,খরচ কমানো নিজের পরিচয় গোপন রাখা।একটি পাবলিক আইপি কিনে একটি ডিভাইস(কম্পিউটার,রাউটার) সেট করে দেওয়া হয়।প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো হয়(১০.০.০.০ থাকে ১০.২৫৫.২৫৫.২৫৫, ১৭২.১৬.০.০ থাকে ১৭২.৩১.২৫৫.২৫৫, ১৯২.১৬৮.০.০ থাকে ১৯২.১৬৮.২৫৫.২৫৫)এই প্রাইভেট আইপির কম্পিউটার গুলো পাবলিক আইপি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করতে পারবে না।কিন্তু তারা পাবলিক আইপি অ্যাড্রেস ওয়ালা কম্পিউটার এর মাধ্যমে ইন্টারনেট এ প্রবেশ করতে পারবে।আর ওই পাবলিক আইপি অ্যাড্রেস ওয়ালা কম্পিউটারকে প্রক্সি সার্ভার বলে। উদাহরণঃ যে কম্পিউটারটি তে পাবলিক আইপি আছে সেটি হল প্রক্সি সার্ভার।আর প্রাইভেট আইপি যে কম্পিউটারটি তে আছে তারা হল client1 ও client 2। client1 www.google.com সাইট টি দেখতে চাইছে। client1 রিকোয়েস্ট টি প্রক্সি সার্ভার এর কাছে পাঠাবে।প্রক্সি সার্ভার রিকোয়েস্ট টি গ্রহন করে ওয়েবপেজ টি ডাউনলোড করে client1 এর কাছে পাঠাবে।প্রক্সি সার্ভার সবসময় মনে রাখবে রিকোয়েস্টটি কোন প্রাইভেট আইপি থেকে এসেছিল,কখন এসেছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ