Share with your friends
manik

Call

লাল, সবুজ আর নীল রঙ দিয়ে দৃশ্যমান সব রঙই তৈরী করা যাবে এমন ধারণা নিয়েই আরজিবি কালার মডেল এর সূচনা হয়। তিনটি রঙের বিভিন্নটিকে বিভিন্ন পরিমাণে মিশিয়ে দৃশ্যমান অন্যান্য রঙ তৈরি করা যায়। যেমন লাল সবুজ আর নীল তিনটি রঙকেই সমপরিমাণে মেশালে সাদা রঙ পাওয়া যাবে আবার যদি শুধু লাল এর সবুজ মেশানো হয় তবে হ্লুদ রঙ পাওয়া যাবে, লাল আর নীল মেশ্লাএ ম্যাজেন্টা রঙ পাওয়া যাবে। এভাবেই এই তিনটি রঙকেই বিভিন্নভাবে বিভিন্ন পরিমানে মিশিয়ে বিভিন্ন রঙ তৈরি করা হয়। আর যখন তিনটি রঙের কোনটিই উপস্থিত থাকেনা তখন কালো রঙ পাওয়া যায়।

আরজিবি কালার মোডের নামকরণ করা হয় লাল (Red), সবুজ (Green), নীল (Blue) এর ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো একসাথে নিয়ে। অর্থাৎ Red এর R, Green এর G, Blue এর B একসাথে করে হয় RGB।

Talk Doctor Online in Bissoy App