শেয়ার করুন বন্ধুর সাথে
jisan

Call

মানসিক প্রতিবন্ধকতার চিকিত্‌সার ধরন অসুবিধা দুর করার জন্য হয় না। উপযুক্ত চিকিত্‌সার উদ্দেশ্য হয় নিরাপত্তার ঝুঁকি কমানো(যেমন একজনকে বাড়ীতে এবং স্কুলে নিরাপত্তা বজায় রাখতে শেখানো)এবং জীবনের প্রয়োজনীয় কুশলতা সম্পাদন শেখানো। একজন লোক এবং তার পরিবারের বিশিষ্ঠ প্রয়োজনের ভিত্তিতে হস্তক্ষেপের দরকার-যার প্রধান উদ্দেশ্য হবে লোকটির ক্ষমতার পূর্ণ ব্যবহার। ঔষধ দেওয়া দরকার ব্যধির চিকিতসার জন্য-যেমন আক্রমণের প্রবণতা, মেজাজের পরিবর্তন, নিজেকে আঘাত করার চেষ্টা এবং ব্যবহার সংক্রান্ত অন্যান্য সমস্যা এবং স্নায়বিক আক্ষেপের জন্য যা ৪০%থেকে৭০% রোগীর থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ