শেয়ার করুন বন্ধুর সাথে
master

Call

লক্ষণগুলির মধ্যে পড়ে প্রায়সই কান্না, দ্রুত মানসিকতার পরিবর্তন, রেগে যাওয়া এবং প্রচন্ড দুঃখানুভূতি। সাধারণতঃ কম লক্ষিত লক্ষণগুলি হল প্রচন্ড ক্লান্তি, মনযোগের অভাব, বিনিদ্রা সমস্যা, শারিরীক মিলন এবং অন্যান্য ক্রিয়াকলাপে অনুতসাহ, উদ্বেগ, খাবারে অনিয়ম, এবং অপর্যাপ্ত অথবা নিরাশা মনোভাব। এক্ষেত্রে মহিলাদের কাজ কর্মে অসুবিধা হয়। হয়তো তারা তাদের শিশুদের প্রতি কোন আকর্ষণ অনুভব করতে না পারে। প্রসবোত্তর হতাশার সঙ্গে আসে আত্মহননের প্রয়াস অথবা মারাত্মক চিন্তাভাবনা, সম্মহোন অথবা অদ্ভুত আচরণ। কখনো কখনো পোষ্টপার্টাম হতাশায় শিশুর ক্ষতি করার আকাঙ্খা দেখা যায়। শিশুর পিতাও হতাশ হয়ে পড়ে, এবং বৈবাহিক সম্পর্কে প্রভাব ফেলে। চিকিতসা ব্যতীত, পোষ্টপার্টাম হতাশা মাসের পর মাস অথবা বছরকাল থাকতে পারে এবং মহিলারা তাদের শিশুর সঙ্গে বন্ধনে আবদ্ধ হতে পারে না। তার ফলে, পরবর্তী কালে শিশুর আবেগতাড়িত, সামাজিক, এবং মানসিক সমস্যা দেখা দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ