আরবিতে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোকে কিভাবে লিখা হয় এবং এই সংখ্যাগুলোর আরবি নাম (বাংলা উচ্চারণসহ) কি কি ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
ভাই আপনি কি ১ হতে ১০ পর্যন্ত আরবী লেখাসহ বানান চাচ্ছেন। যদি তাই হয় তাহলে আমার ফোনে আরবী ফ্রন্ট না থাকায় শুধু বানান নিম্নোক্ত তুলে ধরা হল :-
১=ওয়াহিদ মানে এক
২=ইছনান মানে দুই
৩=ছালাছা মানে তিন
৪=আরবা'আ মানে চার
৫=খামসা মানে পাঁচ
৬=সিত্তা মানে ছয়
৭=সাব'আ মানে সাত
৮=সামানিয়া মানে আট
৯=তিস্আ মানে নয়
১০=আশারা মানে দশ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
واحد (١) ওয়াহিদ ১
اثنان (٢) ইসনান ২
ثلاثة (٣) সালাসাহ ৩
اربعة (٤) আরবাআহ ৪
(٥) خمسة খামসাহ ৫
ستة (٦) সিত্তাহ ৬
سبعة (٧) সাবআহ ৭
ثمانية (٨) সামানিয়াহ ৮
تسعة (٩) তিসআহ ৯
(١٠) عشرة আশারাহ ১০
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ