শেয়ার করুন বন্ধুর সাথে
shalahin

Call

টিসিপি/আইপি হলো ইন্টারনেট ব্যবহারের জন্য প্রটোকল স্যুট। এটি তৈরি হয়েছিল ARPANet তৈরির সময়। সে কারণে এই প্রটোকল স্যুটকে DoD কিংবা ARPANet প্রটোকল স্যুটও বলা হয়। এই স্ট্যাকের দুটি প্রটোকলের নামানুসারে প্রটোকল স্যুটের নাম দেওয়া হয়েছে। এই প্রটোকল দুটি হলো : ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল (TCP) ও ইন্টারনেট প্রটোকল (IP)। TCP ব্যবহৃত হয় কানেকশন-অরিয়েন্টেড নির্ভরযোগ্য ট্রান্সমিশন সার্ভিসের জন্য, আর IP ব্যবহৃত হয় ওই নেটওয়ার্কের প্রতিটি হোস্টের এড্রেস নির্ধারণের জন্য। TCP/IP প্রটোকল স্যুট ইন্টারনেটে ব্যবহারের জন্য তৈরি হলেও এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ও ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত প্রটোকল স্যুট এবং বিভিন্ন অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, ম্যাকিন্টশ ইত্যাদিতে ব্যবহার করা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ