শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নিরেট অস্থি : এ অস্থি অত্যন্ত কঠিন। এর গঠনমূলক একককে হ্যাভরশিয়ান তন্ত্র বলে। উদাহরণ : ফিমার ও হিউমেরাস ইত্যাদির মূলদেহ। নিরেট অস্থির মাতৃকা কতকগুলো স্তরে সাজানো থাকে। স্তরগুলোকে ল্যামিলি বলে। ল্যামিলিগুলো একটি সুস্পষ্ট নালীর চারদিকে চক্রাকারে সুসজ্জিত। এ কেন্দ্রীয় নালীকে হ্যাভারশিয়ান নালী বলে। প্রতিটি হ্যাভারশিয়ান নালী এবং একে বেষ্টনকারী ল্যামিলিগুলোর সমন্বয়ে একটি হ্যাভারশিয়ান তন্ত্র সৃষ্টি হয়। প্রতিটি ল্যামেলায় ক্ষুদ্র ক্ষুদ্র কতকগুলো গহ্বর পাওয়া যায় এদের নাম ল্যাকুনা। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে ক্যানালিকুলি নামক সূক্ষ্ম কতকগুলো নালিকা বের হয়। এদের সাহায্যে বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ