শেয়ার করুন বন্ধুর সাথে
NH Shohel

Call

>যে বাজার পরিধিতে প্রাপ্য সব বিক্রয়কেন্দ্র একটি পণ্যের বিতরণের কাজে ব্যবহৃত হয় তাকে নিবিড় বিতরণ বলা হয়।

>নিবিড় বিতরণ হলো একটি বাজারজাতকরণ কৌশল যার অধীনে একটি কোম্পানী যতগুলো বিক্রয়কেন্দ্রের মাধ্যমে বিক্রয় করা সম্ভব ততোগুলোর মাধ্যমেই করে যাতে ভোক্তারা কার্যত সব জায়গায় যেমন: সুপারমার্কেট, ওষুধের দোকান, গ্যাস স্টেশন এবং এমনই আরও অনেক জায়গায় গিয়েই পণ্যটি দেখতে পায় ।

>বাজারজাতকরণের একটি কৌশল যেখানে একটি কোম্পানী এর পণ্য বিক্রয় করার জন্য একটি ছোট বিক্রয়কেন্দ্র থেকে শুরু করে একটি বড় বিপণন কেন্দ্রের সাথে জড়িত থাকে তাকে নিবিড় বিতরণ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ