শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মন এবং হৃদয়ের পার্থক্য বোঝাতে কিছু ব্যাখ্যার প্রয়োজন। আসুন জেনে নিই এই বিষয় দুটি সম্পর্কে। হৃদয়’ দৃশ্যমান। হার্ট এর বাংলা নাম হৃদয়। এটি মানুষের বুকের বাম পাশে থাকে। হার্ট বা হৃদয় পাম্পিং করে সারাদেহে রক্তসঞ্চালন করে থাকে। একে হার্টবিট বলা হয়। আর ’মন’ হলো সম্পূর্ণ অদৃশ্যমান একটা বিষয় যেখানে বিভিন্ন অনুভূতি যেমন হাসি, কান্না, ভালোলাগা, ভালোবাসা, আবেগ ইত্যাদি অনুভূত হতে থাকে। তবে বিজ্ঞানীদের মতে মন বলতে কিছুই নেই। আমরা জানি অনুভূতিগুলো সব মন থেকেই উৎপত্তি হয়। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় যে আমাদের দেহে মন বলতে কিছুই নেই। অনভূতিগুলো সব ব্রেনের নিউরণের খেলা। হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, দু:খ, কষ্ট, সুখ ইত্যাদি সব কিছুই মানুষের মস্তিষ্কের কারসাজি যা পরে শরীরে প্রকাশ পায়। তবে মানুষের দেহে আত্মা বলতে একটি বিষয় রয়েছে। সেই আত্মার কারণে আমরা সচল থাকি। বিজ্ঞানও এই আত্মা বা স্পিরিটকে স্বীকার করেছে। সম্ভবত এই আত্মাকেই আমরা ‘মন’ বলে মনে করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ