শেয়ার করুন বন্ধুর সাথে

Call

দাতের ক্যারিস বা দাতের ক্ষয় হলো দাতের স্বাভাবিক অবস্থার বিকৃতি যেমন- গর্ত হয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া ইত্যাদি। ক্যারিস প্রাথমিক পর্যায়ে ধরা গেলে চিকিৎসা বা ফিলিং-এর মাধ্যমে দাতটি দীর্ঘদিন বাচিয়ে রাখা সম্ভব। দাত একটু অস্বাভাবিক হলেও সেটা চিকিৎসা করে রাখাই ভালো। কি ধরনের ক্যারিসে ফিলিং লাগবেই সেটা ডেন্টিস্ট-ই ভালো জানেন। দাত নষ্ট হয় আমাদের বদ অভ্যাস আর দাতের অযত্নের কারনে। ঠিকমত যত্ন নিলে আর রেগুলার চেকাপ করালে ক্যারিস প্রতিরোধ সম্ভব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ