শেয়ার করুন বন্ধুর সাথে

স্পাইনাল কর্ডের নার্ভ ড্যামেজ প্রতিরোধে করণীয় ক. কোন দুর্ঘটনা ঘটলে বা উপরের স্থান থেকে পড়ে গেলে রোগ নির্ণয়ের পূর্ব পর্যন্ত ধরে নিতে হবে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। রোগীকে এমন ভারে উদ্ধার করতে হবে যাতে তার মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থা বজায় থাকে। তাকে ৩ জনে মাথা ঘাড় কোমর ও পা ধরে স্ট্রেচার অথবা কোনো গাড়িতে তুলতে হবে। মাথার দুই পাশে ২টি বালির বস্তা বা এমন জাতীয় কিছু দিয়ে রাখতে হবে যেন হঠাৎ কোনো দিকে বেঁকে না যায়। পরবর্তীতে মেরুদণ্ডের ভার্টিব্রা ভেঙে কর্ড ইনজুরির সম্ভাবনা আছে এমন অবস্থা নির্ণয় করলে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে হবে। ইনফেকশন ও টিউমারের কারণে কর্ড বা নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা দেখা দিলে জরুরি চিকিৎসা বিশেষ অপারেশন করা লাগতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ