মেরুদণ্ড আমাদের দেহের কাঠামো তৈরি করে এবং দেহের উপরের অংশ ও মাথার ভার বহন করে। মেরুদণ্ডের সাহায্যে আমরা সোজা হয়ে দাঁড়াতে, বসতে পারি এবং হাঁটতে পারি। শরীরের ভারসাম্য রক্ষা মেরুদণ্ড মূল ভূমিকা পালন করে। মেরুদণ্ড শরীরের flexible movement করতে যেমন সামনে ঝুঁকতে, পিছনে এবং দুইপাশে কাত হতে সাহায্য করে। তাছাড়া মেরুদণ্ডের ভেতর স্পাইনাল কর্ড (ঝঢ়রহধষ পড়ৎফ), মস্তিষ্ক (ইৎধরহ) থেকে বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে শরীরের ভারসাম্য রক্ষা করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

মেরুদণ্ড আমাদের দেহের কাঠামো তৈরি করে এবং দেহের উপরের অংশ ও মাথার ভার বহন করে। মেরুদণ্ডের সাহায্যে আমরা সোজা হয়ে দাঁড়াতে, বসতে পারি এবং হাঁটতে পারি। শরীরের ভারসাম্য রক্ষা মেরুদণ্ড মূল ভূমিকা পালন করে। মেরুদণ্ড শরীরের flexible movement করতে যেমন সামনে ঝুঁকতে, পিছনে এবং দুইপাশে কাত হতে সাহায্য করে। তাছাড়া মেরুদণ্ডের ভেতর স্পাইনাল কর্ড, মস্তিষ্ক থেকে বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে শরীরের ভারসাম্য রক্ষা করে। দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই পুনরায় সুস্থ হওয়া সম্ভব। তবে কতটা সুস্থ হবে সেটা নির্ভর করে আঘাতটা মেরুদণ্ডের কতখানি ক্ষতি করেছে। শুধু মেরুদন্ডের ক্ষতি হলে, সেটা চিকিৎসার বা সার্জারির মাধ্যমে সারানো সম্ভব। তবে স্পাইনাল কর্ডের ক্ষতি হলে রোগী প্যারালাইসড হয়ে যাবে, শ্বাস কষ্ট শুরু হবে। আইসিইউতে রেখে মৃত্যুকে দীর্ঘায়িত করা যায় তবে মৃত্যু ঠেকানো সম্ভব নয়। মেরুদন্ড শক্তিশালী করার জন্য ক্যালশিয়াম জাতীয় খাবার খাওয়া উচিৎ। সেই সাথে ব্যায়াম করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ