শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এই রোগের সঠিক কারণ আজও জানা যায়নি। তবে সাধারণভাবে এসব কারণে সমস্যা দেখা দেয় - *যে সমস্ত শিশু সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে, অর্থাত্‍ প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে। *হেরিডিটি বা বংশগত কারণে। *বাবা, মা বা নিকট আত্মীয়ের হাই পাওয়ার রয়েছে, এমন শিশুদের ক্ষেত্রে। *যেসব বাচ্চা 'স্পেশাল চাইল্ড' হিসেবে চিহ্নিত, তাদের ক্ষেত্রে। *জন্মানোর পর যেসব শিশু ভেন্টিলেশন বা অক্সিজেনেশনে থেকেছে, তেমন শিশুর ক্ষেত্রে। *চোখে সমস্যা হওয়া সত্ত্বেও ঠিক সময়ে চিকিত্‍সা না করানোর জন্য। *চশমা থাকলেও তা ঠিকমতো ব্যবহার না করার জন্য। *শিশুর জন্মের সময় মায়ের বয়স তিরিশ বছরের বেশি থাকলে অনেক শিশুর ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ