TaNjiL420

Call

পাসওয়ার্ড জানতে Settings >> More... >> Tethering & Portable Hotspot >> Set up Wi Fi >> (Show password) এ টিক দিলে দেখবেন। Wi fi এক্টিব করতে Settings >> More... >> Tethering & Portable Hotspot >> On

Talk Doctor Online in Bissoy App

স্মার্টফোনের এই ওয়াইফাই হটস্পটকে ব্যবহার করেসহজেই ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব খুব সহজেই।আর এজন্য যা করতে হবে:-১. হোমস্ক্রিনে লং প্রেস করুন,২. পপ উইন্ডো থেকে‘উইগেট’স’ (Widgets)থেকে ডেটা কানেকশন-এ প্রেস করুন,৩. সবার ডানদিকের চিহ্নটিতে প্রেস করুন,ব্যস, চালু হয়ে গেলোওয়াইফাই হটস্পট (WiFi Hotspot)।হটস্পটকে সিকিউরিটি পাসওয়ার্ডও দিয়ে রাখতে পারেন। আর এজন্য,১.সেটিংস্ (Settings)-এ প্রেস করুন,২.ওয়্যারলেস এন্ড নেটওয়ার্কস(Wireless & Networks)-এ গিয়ে৩.‘টেথারিং এন্ড মোবাইল হটস্পট’ (Tethering & Mobile Hotspot)খেকে৪.‘মোবাইল ডব্লিউল্যান হটস্পট সেটিংস্’ (MobileWLAN Hotspot Settings)-এ যান,৫.‘সিকিউরিটি’(Security)নামক ড্রপ-ডাউন মেন্যু থেকে৬.‘ডব্লিউপিএ২ পিএসকে’ (WPA2 PSK)সিলেক্ট করে,৭. ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে সেভ করুন। ইচ্ছে হলে আপনি আপনারপছন্দনুযায়ী ওয়াইফাইয়ের নাম দিতে পারেন পাসওয়ার্ডের উপরে থাকা‘নেটওয়ার্ক এসএসআইডি’ (Network SSID)বক্সে গিয়ে।অ্যান্ড্রয়েড ভার্সন- 2.3.7

Talk Doctor Online in Bissoy App
Call

wifi দিয়ে mb শেয়ার করার জন্য আপনাকে আপনার ফোনের hotspot ওপেন করতে হবে।আর আপনি যাকে mb দিবেন বা যার সাথে শেয়ার করবেন তার ফোনের wifi ওপেন করতে হবে।একটু পর আপনার ফোনের wifi নেম তার ফোনের hotspot দেখা যাবে এবং সেখানে কানেক্ট করবেন।আর যদি আপনার wifi তে পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে পাসওয়ার্ড ঐ মোবাইলে সাবমিট করে কানেক্ট করতে হবে।এতে আপনার mb দিয়ে সে নেট চালাতে পারবে।আর আপনি কারো mb দিয়ে চালাতে চাইলে ঠিক এর বিপরীত কাজটাই করতে হবে।

Talk Doctor Online in Bissoy App