শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

প্রখর শব্দের বাংলা অর্থ প্রখর [ prakhara ] বিণ. 1 অতিশয় তীক্ষ্ণ বা ধারালো (প্রখর খ়ড্গ); 2 তীব্র, কড়া (প্রখর রৌদ্র, প্রখর তেজ)।;[সং. প্র + খর]।;বি. প্রখরতা, প্রখরত্ব।;স্ত্রী. প্রখরা।;[প্রোখর্‌] (বিশেষণ) ১ তীব্র; কড়া (ঘরের বাহির হইলে জানিতে কারণ। প্রখর নূপুর দিয়া কন্যার চরণ-দৌলত উজির বাহরাম খান)। ২ অত্যন্ত ধারালো। প্রখরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। প্রখরতা, প্রখরত্ব (বিশেষ্য) তীক্ষ্ণতা; তীব্রতা (প্রখরা গোপন করিয়া রাখিবেন, স্পষ্ট কথাগুলার ধারটুকু একটু নরম করে দিবেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) প্র+খর; প্রাদি.};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ