শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

পূঁজি শব্দের বাংলা অর্থ [পুঁজি, পুঁজি, পুন্‌জি] (বিশেষ্য) ১ পুঞ্জিভূত ধনরাশি। ২ মূলধন; capital (অনেকের পুঁজিপাটা শেষ হইয়া গেল-মাহবুব-উল-আলম)। ৩ সম্বল। ৪ সঞ্চয়। ৫ পুঞ্জ; রাশি (তোমার কোলে ফুলের পুঁজি-রবীন্দ্রনাথ ঠাকুর)। পুঁজিপাটা (বিশেষ্য) ১ স্থাবর-অস্থাবর সম্পত্তি (নিয়েছে পুঁজিপাটা ভিটেতে শ্যাকুল কাঁটা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সঞ্চিত ধনসম্পদ জমানো সম্পত্তি (আমারও পুঁজিপাটা এই আফিঙ্গের ডেলা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পুঞ্জ>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ