শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

জল্পন শব্দের বাংলা অর্থ [জল্‌পোন্‌, জল্‌পোনা] (বিশেষ্য) ১ কথন; উল্লেখ; উক্তি (ক্ষুদ্র এ মানবশিশু রচিতেছে প্রলাপ জল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সোৎসাহ আলোচনা; কল্পনামিশ্রিত আলোচনা বা পরিকল্পনা (কবে খাওয়া এবং কি খাওয়া হইবে, এই সকল বিষয়ে জল্পনা-সুকুমার রায়)। ৩ আলাপ-আলোচনা বা আন্দোলন (কিছুদিন ধরে ঐ মূর্তিরই জল্পনা চললো বটে কিন্তু চিরদিন নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ বাচালতা; বৃথা বাক্যব্যয়; অনর্থক কথন। ৫ প্রস্তাব; সূচনা। {(তৎসম বা সংস্কৃত) √জল্প্‌+অন(ল্যুট্‌)+আ(টাপ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ