শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

শল্য শব্দের বাংলা অর্থ শল্য [ śalya ] বি. 1 শলাকা, শলা; 2 কাঁটা, কণ্টক; 3 পৌরাণিক অস্ত্রবিশেষ, শেল (শল্যের আঘাত); 4 বাণ, তির; 5 অস্হি; 6 শজারু।;[সং. √ শল্ + য]।;শল্যচিকিত্সা বি. অস্ত্রচিকিত্সা, দেহে অস্ত্রোপচার।;শল্যবিদ বিণ. বি. অস্ত্রচিকিত্সক; অস্ত্রচিকিত্সায় দক্ষ ব্যক্তি।;শল্যোদ্ধার বি. 1 (প্রধানত দেহে) বিদ্ধ বাণ কাঁটা প্রভৃতি তুলে ফেলা; 2 বাস্তুভূমি থেকে প্রোথিত অস্হি তুলে ফেলা।;[শোল্‌লো] (বিশেষ্য) ১ শলাকা; শল্য। ২ কাঁটা (এই শোক ও ক্ষোভ বিষদিগ্ধ শল্যের ন্যায় তাঁহাকে সতত মর্মবেদনা প্রদান করিতে লাগিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ বাণ; শর; তীর। ৪ এক ধরনের পৌরাণিক অস্ত্র; শেল। ৫ শজারু। শল্য চিকিৎসা (বিশেষ্য) অস্ত্র চিকিৎসা; দেহে অস্ত্রোপচার (এই রোগীর জন্য শল্য চিকিৎসা একান্ত প্রয়োজন)। শল্যোদ্ধার (বিশেষ্য) দেহ থেকে কাঁটা, অস্ত্র, বুলেট প্রভৃতি অস্ত্রেপচারের দ্বারা বের করা। {(তৎসম বা সংস্কৃত) √শল্‌+য};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ