শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

চাঁক ১ শব্দের বাংলা অর্থ [চাক্‌] (বিশেষ্য) ১ চক্র; চাকা। ২ চক্রাকার বস্তু। ৩ চাকার ন্যায় চ্যাপটা ও গোল খণ্ড। ৪ যে চক্রে মাটির পাত্র গড়া হয় (কুমারেরা চাক ঘুরাইয়া কলসী গড়িতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। ৫ মৌচাক; মধুচক্র (এক একখানি চাকে অপর্যাপ্ত মধু ও মোম হয়-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। চাঁক চাঁক (বিশেষ্য) চ্যাপটা ও গোল ফালি ফালি বা খণ্ড খণ্ড (শশা চাক চাক করিয়া কাটা)। {(তৎসম বা সংস্কৃত) চক্র>(প্রাকৃত) চক্‌ক>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ