শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

নৌকা শব্দের বাংলা অর্থ নৌকা [ naukā ] বি. 1 খাল নদী প্রভৃতিতে চলাচলকারী ছোটো জলযানবিশেষ, তরি, তরণী; 2 দাবাখেলার গুঁটিবিশেষ।;[সং. নৌ + ক + আ]।;নৌকাচালক, নৌকাজীবী বি. মাঝি।;নৌকাপথ বি. নদীবক্ষে নৌকা চলাচলের পথ, জলপথ, নদীপথ।;নৌকাবিলাস, নৌকাবিহার, নৌকালীলা বি. 1 নৌকায় চড়ে বেড়ানো; 2 রাধিকাদি গোপিনীদের নিয়ে শ্রীকৃষ্ণের লীলাবিশেষ।;নৌকারোহী (-হিন্) বিণ. নৌকায় আরোহণকারী, নৌকাযাত্রী।;নৌকাযাত্রী (-ত্রিন্) বিণ. নৌকাযোগে গমনকারী।;[নৌউকা] (বিশেষ্য) ১ নাও; তরণী; জলযান; পোত; তরী। ২ দাবা খেলার ‍গুটিবিশেষ। নৌকাজীবি (-বিন), নৌকাজীবিক (বিশেষণ) মাঝি; নৌকা বাওয়া যার জীবিকা। নৌকাপথ (বিশেষ্য) নদীতে নৌকা চলাচরের পথ; জলপথ; নদীপথ। নৌকা বিলাস, নৌকাবিহার, নৌকালীলা (বিশেষ্য) ১ নৌকা চড়ে বেড়ানো। ২ শ্রীকৃষ্ণকীর্তনে ও পদাবলিতে শ্রীকৃষ্ণের ও গোপীগণসহ একটি লীলা। নৌকাযাত্রী (বিশেষ্য) যে নৌকায় যাত্রা করে। নৌকারোহী (-হিন্‌) (বিশেষণ) নৌকায় আরোহণ করে এমন; জলপথের যাত্রী; নৌকাযাত্রী। দুই নৌকায় পা দেওয়া (বিশেষ্য) দুই চলমান নৌকায় দুই পা রাখলে যেমন পানিতে পড়ে যাওয়া অবশ্যম্ভাবী, সেইরূপ দুই মত বা দলের সমর্থকের বিপন্ন অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) নৌ+ক(কন্‌)+আ(টাপ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ