শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

গাছ ১ শব্দের বাংলা অর্থ [গাছ্‌] (বিশেষ্য) ১ বৃক্ষ; তরু। ২ লতা গুল্ম প্রভৃতি (কুমড়াগাছ)। ৩ বৃক্ষসদৃশ বস্তু (ঘানিগাছ)। □ (বিশেষণ) বৃক্ষের মত লম্বা; বেজায় লম্বা; ঢেঙা (মেয়েটা দিনে দিনে গাছ হয়ে উঠছে)। গাছ-কোমর বাঁধা (ক্রিয়া) গাছে চড়া বা কোনো ভারী কাজ কিংবা ঝগড়া করার পূর্বে শাড়ির আঁচল বিশেষ ভঙ্গিতে বা শক্ত করে কোমরে জড়ানো। গাছ-গাছড়া, গাছ-গাছালি ( বিশেষ্য) ১ নানা জাতীয় বৃক্ষলতা। ২ ঔষধ হিসাবে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। গাছ থেকে পড়া (ক্রিয়া) অত্যন্ত আশ্চর্যান্বিত হওয়া। গাছ -পাথর (বিশেষ্য) তুলনা, পরিমাণ বা হিসাবের জন্য সমবয়সের বৃক্ষ বা প্রস্তর (বয়সের গাছ-পাথর নেই)। গাছপালা (বিশেষ্য) ১ বৃক্ষ পল্লব লতা পাতা ইত্যাদি। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি-(ব্যঙ্গার্থ ) কার্যারম্ভের পূর্বেই ফলভোগের উচ্চাশা এবং প্রস্তুতি। গাছে চড়ানো (ক্রিয়া) ((আলঙ্কারিক)) প্রশংসা বা চাটুকারিতা দ্বারা কাউকে অযথা সামাজিক মর্যাদা দান করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া (ক্রিয়া) ১ (ব্যঙ্গার্থ) প্ররোচনা দিয়ে কঠিন কাজে নামিয়ে সরে পড়া। ২ বড়ো আশা দিয়ে শেষে নিরাশ করা। গাছেরও খাওয়া তলারও কুড়ানো (ক্রিয়া) ১ সব দিক দিয়ে লাভের চেষ্টা। ২ অত্যন্ত স্বার্থপরের মতো কাজ করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গচ্ছ>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ