শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

তে ১ শব্দের বাংলা অর্থ [তে] (বিশেষণ) ত্রি; তিনসংখ্যক (তেতালা, তেকাঠা)। তেআঁটিয়া, তেএঁটে (বিশেষ্য) ১ তিন আঁটিযুক্ত (গ্রাসগুলি তোলে যেন তেআঁটিয়া তাল-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ ত্রিশিরাযুক্ত। ৩ কুদর্শন। ৪ বদমাশ; ধূর্ত। তেকাঁটা, তেকাটা (বিশেষ্য) ১ ত্রিশিরা; কাঁটা গাছবিশেষ। ২ মসন্ সিজের গাছ। তেকাঠা (বিশেষ্য) ১ তিন খণ্ড কাঠে তৈরি ত্রিকোণ আধারবিশেষ (একটি ছাগল বেড়ার ভেতর গলা ঢোকবার চেষ্টা করছিল কিন্তু তার গলায় তেকাঠা বাঁধা-খগেন্দ্রনাথ মিত্র)। ২ গাছে যে স্থানে তিনটি ডাল বের হয় (তেকাঠাতে কুরুল্লার বাসা-প্রবাদ)। □ (বিশেষণ) বিপদসঙ্কুল স্থান (তেকাঠায় আটকানো)। তেকোনা (বিশেষণ) ত্রিকোণাকার; তিন কোণযুক্ত। □ (বিশেষ্য) সিঙ্গাড়া নামক খাদ্য। তে-খাঁজ (বিশেষ্য) তিনটি খাঁজ বা ভাঁজ-বিশিষ্ট (তেখাঁজ একটি পৈতৃক ভূঁড়ি রোজ প্রায় একপো তেল খায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। তেচোখা (বিশেষণ) ১ তিন চক্ষুবিশিষ্ট। □ (বিশেষ্য) তেপায়া। তেতলা, তেতালা১ (বিশেষ্য) অট্টালিকাদির তৃতীয় তল; ত্রিতলে অবস্থিত ঘর। □ (বিশেষণ) তিনটি তলবিশিষ্ট; ত্রিতল। তেতালা২ (বিশেষ্য) সঙ্গীতের তালবিশেষ (ঢিমে তেতালা)। তেতাস (বিশেষ্য) ১ তাসের একপ্রকার জুয়া খেলা; যাতে প্রত্যেক খেলোয়াড় তিনখানি করে তাস পায়। ২ তিন তাসের খেলা; ফ্লাস খেলা। তেথর (বিশেষ্য) তিন স্তর বা থাক। তিন স্তবক। তেথরি (বিশেষণ) তিন স্তর করে (তেথরি বেষ্টিত তায়-ঘনরাম চক্রবর্তী)। তেপথ (বিশেষ্য) ত্রিপথ; তিন রাস্তা (রানী তেপথের ধূলা এলাইয়া ভাসাইয়া দিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। তেপায়া (বিশেষ্য) তিন পায়াবিশিষ্ট টেবিল; টিপয়। তেমাথা (বিশেষ্য) তিনটি পথের সংযোগস্থল। তিমেটে (বিশেষণ) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। তেমোহনা (বিশেষ্য) ১ তিনটি নদীর মিলনস্থল। ২ মনসা গাছবিশেষ। তেশন্নি (বিশেষ্য) ১ উপর নিচ ও পার্শ্ব-এই তিন দিকে শূন্য স্থান। ২ আকাশ। তেশন্নির দশা (বিশেষ্য) অবলম্বনহীন অবস্থা। তেশিরা (বিশেষণ) তিনটি শিরযুক্ত বা পলযুক্ত (তেশিরা কাচের ভিতর দিয়া দেখিলে সূর্যের আলোতে সাতরঙা ছটা দেখা যায়-আআশ)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ