শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

নাতি ২ শব্দের বাংলা অর্থ [নাতি] (বিশেষণ) ন অতি; বেশি নয়; অল্প; অনধিক; অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় (নাতিদীর্ঘ)। নাতিখর্ব (বিশেষণ) খুব বেঁটে নয়। নাতিতীক্ষ্ণ (বিশেষণ) বেশি তীক্ষ্ণ নয় এমন (দুচারটি নাতিতীক্ষ্ণ বাক্যবাণ-রাজশেখর বসু (পরশু))। নাতিদীর্ঘ (বিশেষণ) খুব দীর্ঘ বা ঢেঙ্গা নয়। নাতিদূর (বিশেষণ) বেশি দূর নয়। নাতিশীতোষ্ণ (বিশেষণ) বেশি ঠাণ্ডাও নয় গরমও নয় এরূপ; বসন্তকালের মতো (নাতিশীতোষ্ণ অঞ্চল)। নাতিশীতোষ্ণ মণ্ডল (বিশেষ্য) উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল ও গ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী স্থান যেখানে ঠাণ্ডা বা গরম কোনোটাই বেশি নয়; temperate zone। নাতিস্থূল (বিশেষণ) বেশি মোটা নয় এরূপ। নাতিহ্রস্ব (বিশেষণ) বেশি খাটো নয় এরূপ। {(তৎসম বা সংস্কৃত) ন+অতি};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ