শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

নাতি ১ শব্দের বাংলা অর্থ [নাতি] (বিশেষ্য) পুত্র বা কন্যার ছেলে; দৌহিত্র (অশুদ্ধ প্রয়োগে পৌত্র>পুতি)। নাতনি, নাতনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পুত্র বা কন্যার মেয়ে; পৌত্রী বা দৌহিত্রী (তরুণী নাৎনীর তাতে মাতামহী হাত সেঁকে নেন-বুদ্ধদেব বসু)। নাতি জামাই, নাতজামাই (বিশেষ্য) নাতনির স্বামী। নাতি-নাতকুর (বিশেষ্য) পৌত্র প্রপৌত্র দৌহিত্র ও তার সন্তান (সে বাড়ীতে জামাই, ঝি, নাতীনাৎকুর সকলেই আসতে পারবে-মীর মশাররফ হোসেন)। নাতি-নাতনি (বিশেষ্য) পুত্র বা কন্যার ছেলেমেয়ে। নাতিবৌ, নাতবৌ (বিশেষ্য) নাতির স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) নপ্তৃ> (প্রাকৃত) নত্তি>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ