শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

তপন শব্দের বাংলা অর্থ তপন [ tapana ] বি. ১. সূর্য (‘প্রখর তপনতাপে’: রবীন্দ্র); ২. গ্রীষ্মকাল।;[সং. √ তপ্ + অন]।;তপনতনয় বি. ১. সূর্যের পুত্র; ২. যমরাজ; ৩. শনিদেব; ৪. মহাভারতের কর্ণ।;[তপোন্‌] (বিশেষ্য) ১ সূর্য; আদিত্য; দিবাকর; ভানু; ভাস্কর; মার্তণ্ড; মিহির; রবি; বিবস্বান; সবিতা (নিভে গেছে কত তপন চাঁদ-কাজী নজরুল ইসলাম)। ২ সূর্যকান্তমণি। ৩ গ্রীষ্মকাল। ৪ আকন্দ গাছ। তপন তনয়া (বিশেষ্য) ১ যমুনা নদী। ২ শমীবৃক্ষ। তপন তপ্ত (বিশেষণ) রৌদ্রে উত্তপ্ত (সেই প্রখর তপনতপ্ত ঘর্মাক্ত ললাট-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। তপন তাপন (বিশেষ্য) রবিকিরণ; সূর্যকর। তপনমণি (বিশেষ্য) ১ সূর্যকান্তমণি। ২ আতশি কাচ। {(তৎসম বা সংস্কৃত) √তপ্‌+অন(ল্যুট্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ