শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

উপান্ত শব্দের বাংলা অর্থ উপান্ত [ upānta ] বি. ১. প্রান্ত, উপকণ্ঠ (নগরের উপান্তে); ২. সমীপ; ৩. যা অন্ত বা শেষের অব্যবহিত পূর্বে অবস্হিত।[সং. উপ + অন্ত]।উপান্ত্য–বিণ. উপান্তে অবস্হিত; অন্তের অব্যবহিত পূর্বে অবস্হিত, penultimate (উপান্ত্য বর্ণ)।[উপান্‌তো] (বিশেষ্য) ১ উপকণ্ঠ; সমীপ (এরি উপান্তে বৈষ্ণব লীলা লভিল প্রথম অমৃত ছিটা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রান্ত। □ (বিশেষণ) ১ অন্তের অব্যবহিত পূর্বে বা পরে অবস্থিত এমন। উপান্ত্য (বিশেষণ) ১ উপান্তে অবস্থিত; উপান্তবর্তী। ২ (ব্যাকরণ) শব্দার্থের পূর্ববর্তী এমন (উপান্ত্য বর্ণ)। উপান্তবর্তী (বিশেষণ) প্রান্তবর্তী; উপকণ্ঠস্থ (অগ্নি সংস্কারার্থ গ্রামের উপান্তবর্তী শ্মশানে লইয়া গিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {সংস্কৃত. উপসর্গ+অন্ত}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ