শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

চর্য শব্দের বাংলা অর্থ [চর্‌জো] (বিশেষণ) আচরণীয়; পালনীয়; অনুষ্ঠেয়। চর্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নিয়ম পালন; পালনীয় নিয়ম বা আচার। ২ আচরণ; অনুষ্ঠান। ৩ পরিচর্যা; যত্ন; রক্ষাণাবেক্ষণ (এই বাগানের চর্যা করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। চর্যাচর্য (বিশেষ্য) আচরণীয় ও অনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় (বিশেষ্য) কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। চর্যাপদ (বিশেষ্য) প্রাচীন বাংলা ভাষায় রচিত বৌদ্ধ সহজিয়াদের ধর্ম ও সাধনা সম্পর্কিত গীতিকবিতা। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+য(যৎ)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ