শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

মৌজুদ শব্দের বাংলা অর্থ মওজুদ, [মওজুদ্‌, মোজুদ্‌, মজুত্‌, মোউজুত্‌] (বিশেষণ) ১ জমা; সঞ্চিত (মজুদ টাকা কে কোথায় কোন পথে নিয়া যায় তার আর সন্ধান পাওয়া যায় না-মীর মশাররফ হোসেন)। ২ বিদ্যমান; বর্তমান (শিক্ষিত কন্যা মজুত-কেদারনাথ মজুমদার; আগুন মওজুদ রহিয়াছে-মোহাম্মদ বরকতুল্লাহ)। মওজুদ তহবিল (বিশেষ্য) ভবিষ্যতের জন্য সঞ্চিত করা অর্থাদি; অর্থাদি সঞ্চিত করে রাখা হয়েছে যে তহবিলে। {(আরবি) সরজুদ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ